১৮ সেপ্টেম্বর বাজারে লঞ্চ হলো রিয়েলমি কম্পানির নতুন একটি ফোন realmi 7i. আজকের পোষ্টে এই ফোনের বিস্তারিত জানবো।চলুন কথা না বাড়িয়ে জেনে নেই এই ফোনের ফিচার গুলো।
ডিসপ্লেঃ এই ফোনে ব্যবহার করা হয়েছে IPS
LCD, 90hz এর ডিসপ্লে।এর স্কিন রেজুলেশন 720 x 1600 pixels, 20:9 ratio. 90hz এর ডিসপ্লেতে 720p এর ডিসপ্লেটা একটু বেমানান হয়ে গেলো। আমার মতে তাদের উচিত ছিলো 90 hz এর ডিসপ্লেতে full hd সাপোর্টেড ডিসপ্লে দেওয়ার।Full hd লাভাররা এই ফোনে hd কুয়ালিটি থেকে বঞ্চিত হবে।
বডিঃ 164.1 x 75.5 x 8.9 mm এর প্লাস্টিক বডি এতে ব্যবহার করা হয়েছে।এর বিল্ড কোয়ালিটি নিতে আমাদের কোন অভিযোগ নেই।
র্যাম-রম-চিপসেটঃ এতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।এর চিপসেট হিসেবে আছে Qualcomm SM6115 Snapdragon 662 এবং cpu- Octa-core (4x2.0 GHz Kryo 260 Gold & 4x1.8 GHz Kryo 260 Silver)
90hz এর সাথে sapdragon 662 হতাশা করলো আমায়।তারা চাইলে এই বাজেট এ আরো ভালো চিপসেট ব্যবহার করতে পারতো।
ক্যামেরাঃ এতে ব্যবহার করা হয়েছে
64 MP, f/1.8, 26mm (wide), 1/1.73", 0.8µm, PDAF
8 MP, f/2.3, 119˚, 16mm (ultrawide), 1/4.0", 1.12µm
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
এতে hd কোয়ালিটি তে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি ক্যামেরা হিসেবে আছে 16 MP, f/2.1, 26mm (wide), 1/3", 1.0µm এর ল্যান্স।
ব্যাটারিঃ এতে ব্যবহার করা হয়েছে ৫০০০mAh এর ব্যটারি এবং ১৮ ওয়ার্ট এর চার্জার।যা ১.৫ ঘন্টায় ফুল চার্জ হবে।
বাকি ফিচার গুলো অন্যান্য সব ফোনের মতোই। আপনি যদি নরমাল ইউজার হন তাহলে এই ফোনটি নিতে পারেন। আর যদি আপনি গেমার হন তাহলে এই ফোনটি আপনার জন্য না।এই বাজেট এ আরো ভালো গেমিং ফোন আপনি পেয়ে যাবেন সেগুলা নেওয়ার জন্য আমার সাজেষ্ট রইলো।
ফোনের মূল্যঃ ১৮৯৯৯ টাকা
0 Comments