মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় ইন্টার্নশিপ শুরুর ৩য় দিবে একটি গ্রহ আবিষ্কার করলেন এক কিশোর।এই কিশোরের বয়স মাএ ১৭।
দেশটির ম্যারিল্যান্ডের গ্রিনবেল্টের সরকারি সংস্থা গব্বার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইন্টার্নশিপ শুরু করেছিলেন উলফ কুকিয়ার নামের ওই কিশোর।কাজ শুরুর মাএ ৩য় দিনের মধ্যে আবিষ্কার করে ফেললেন একটি গ্রহ।এ আবিষ্কার এর মাধ্যমে তিনি ব্যাপক চমক সৃষ্টি করেছেন তিনি।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বলছে- মহাকাশে এলিয়েন খোজার জন্য তাদের টেলিস্কোপ টিইএসএস এর সাহায্য তিনি ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে এই গ্রহটির সন্ধান পান যা দুইটি নক্ষএ কে প্রদক্ষিন করছিলো।
নতুন এই গ্রহের নাম দেওয়া হয়েছে টিওআই ১৩৩৮ বি ।এই গ্রহটি পৃথিবি থেকে ৭ গুন বড় এবং শনি ও নেপচুন থেকে কিছুটা ছোট।
0 Comments